বুধবার ২৭ আগস্ট ২০২৫ - ১১:০৬
ভারী পানির ডেরিভেটিভ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে ইরান: মোহাম্মদ ইসলামী

ইরানের আণবিক শক্তি সংস্থার (AEOI) প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন যে, তাদের কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু হলো ভারী পানির ডেরিভেটিভ বা উপজাত উৎপাদন।

হাওজা নিউজ এজেন্সি: তিনি মঙ্গলবার তেহরানে "চিকিৎসক দিবস" উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, আণবিক শক্তি সংস্থার অধিকাংশ কার্যক্রম বর্তমানে এ খাতকে ঘিরে পরিচালিত হচ্ছে।

ইসলামী আরও জানান, আণবিক শক্তি সংস্থার প্রধান অগ্রাধিকার হলো স্বাস্থ্য খাত। এ খাতে বিভিন্ন প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবায় অবদান রাখা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের ২২০টিরও বেশি নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে ৭০টিরও বেশি রেডিওফার্মাসিউটিক্যাল সরবরাহ করা হচ্ছে। এগুলো মূলত তিনটি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে— ডায়াগনস্টিক (রোগ নির্ণয়), প্যালিয়েটিভ (ব্যথা প্রশমন) এবং থেরাপিউটিক (চিকিৎসা)।

আণবিক শক্তি সংস্থার এই প্রধান বলেন, “আমাদের আরও দৃঢ়ভাবে এগোতে হবে এবং অগ্রগতির পথে শক্তি নিয়ে অগ্রসর হতে হবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha